যমুনায় দ্রুত পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নভূমি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:০৭ দুপুর
_20250816140651_original_39.webp)
ছবি: সংগৃহিত
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করেছে। দুই সপ্তাহ ধরে ধীরগতিতে পানি বৃদ্ধি পেলেও গত তিন দিনে এর গতি বেড়েছে কয়েকগুণ। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি ডুবে গেছে, সঙ্গে ফুলজোড় ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীতেও পানি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির উচ্চতা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার মাত্র ৪৩ সেন্টিমিটার নিচে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। গত ২৪ ঘণ্টায় এখানে ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগের দুই দিনেও যথাক্রমে ২২ ও ২৩ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার পানি বেড়ে এখন তা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে রয়েছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। আগের দুদিনেও এ পয়েন্টে যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পায়।
পানি বৃদ্ধির কারণ জানিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, “উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এর ফলে চরাঞ্চলের নিচু এলাকা ইতোমধ্যে তলিয়ে গেছে। আরও এক-দুই দিন পানি বাড়তে পারে, তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।”
বাংলাধারা/এসআর