ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টা একমত: মির্জা ফখরুল
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:৪৬ রাত

ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, একটি মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালালেও নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। “নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে,” বলেন তিনি।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। রাত সাড়ে ৭টার পর শুরু হয় বৈঠক, যেখানে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত করেন বলে জানান মির্জা ফখরুল।
প্রধান উপদেষ্টা লন্ডনে এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে সাক্ষাতের পর নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “এই শঙ্কা সম্পূর্ণ অমূলক। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা প্রধান উপদেষ্টার এখতিয়ার। আমাদের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। এতে দেশবাসীও আশ্বস্ত হয়েছে।”
জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আজকের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
বাংলাধারা/এসআর