ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ও গণভোট: সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল
প্রকাশিত: ডিসেম্বর ০২, ২০২৫, ১০:১২ রাত
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি ভোটের একটি সম্ভাব্য সময়সীমাও উল্লেখ করেন।
ইসি আনোয়ারুল জানান, সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে, তাই ভোট কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি- এই দুটি প্রস্তাব নিয়ে ভাবছে নির্বাচন কমিশন।
নির্বাচন কবে হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, “ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির যে কোনো সময় ভোট অনুষ্ঠিত হতে পারে। ৮ তারিখের পর দু-এক দিন বা ১২ তারিখের আগেও হতে পারে- অর্থাৎ মধ্যবর্তী কোনো সময়ই সম্ভাব্য।”
নির্বাচনের তফসিল ও ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণে ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন সভা বসবে। সেই সভায়ই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
ইসি সূত্র জানিয়েছে, সভার পর দু-তিন দিন বিরতি রেখে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন- “সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে, যাতে ভোটারদের চাপ আরও সহজভাবে সামাল দেওয়া যায়।”
বাংলাধারা/এসআর
