সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, চলছে ময়নাতদন্ত
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৪০ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত চলছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, হাদির পোস্টমর্টেম প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর পর শহীদ ওসমান হাদির মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান উপদেষ্টার দপ্তর জানাজাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে- কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করা এবং শৃঙ্খলা বজায় রাখা। একই সঙ্গে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আইসিইউতে তার চিকিৎসা চলতে থাকে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
বাংলাধারা/এসআর
