বাংলাদেশে এআই সমৃদ্ধ গেমিং ল্যাপটপ ‘গিগাবাইট এ১৬’ উন্মোচন
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১২:৩১ দুপুর

ছবি: বাংলাধারা
বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট বাংলাদেশের বাজারে আনলো তাদের নতুন প্রজন্মের এআই সমৃদ্ধ গেমিং ল্যাপটপ ‘গিগাবাইট এ১৬’। গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং-প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি এই শক্তিশালী ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
গত বুধবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য ডিলার মিট-এ নতুন এই ল্যাপটপের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নবনির্বাচিত সভাপতি ও স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন গিগাবাইট এ১৬ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৩তম প্রজন্মের Intel Core i7-13620H প্রসেসর, যা হাই-এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত। গ্রাফিক্সের দায়িত্বে রয়েছে শক্তিশালী NVIDIA GeForce RTX 4050 GPU, যা রে-ট্রেসিং এবং এআই প্রযুক্তি সমর্থন করে, ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরও রিয়েলিস্টিক ও ইমারসিভ হয়ে ওঠে।
ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি DDR5 র্যাম এবং Gen4 ১ টেরাবাইট SSD, যা দ্রুত বুট টাইম এবং দ্রুত ফাইল ট্রান্সফার নিশ্চিত করে। ডিভাইসটি প্রি-ইনস্টল করা উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং গিগাবাইটের নিজস্ব সফটওয়্যার ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও স্মার্ট ও রেসপন্সিভ পারফরম্যান্স প্রদান করে।
গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়, এ১৬ সিরিজে এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহারকারীর কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স অপ্টিমাইজ করতে সক্ষম। বিশেষ করে গেমিং, ভিডিও এডিটিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এটি অসাধারণ সাপোর্ট দেয়।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, যারা একটি শক্তিশালী, বহুমুখী এবং প্রিমিয়াম মানের ল্যাপটপ খুঁজছেন- গিগাবাইট এ১৬ হতে পারে তাদের সেরা পছন্দ। গেমিং, গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং-সব ক্ষেত্রেই এর পারফরম্যান্স নির্ভরযোগ্য।
গিগাবাইটের নতুন এই ল্যাপটপের মাধ্যমে দেশের গেমিং ও ক্রিয়েটিভ কমিউনিটির কাছে আরও উন্নত এবং প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর