ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ইনটেল গুটাচ্ছে গাড়ির চিপ ইউনিট, কর্মীদের মাঝে ছাঁটাই আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৭:৪৯ বিকাল  

ছবি: সংগৃহিত

বিশ্বখ্যাত চিপ নির্মাতা ইনটেল তাদের গাড়িভিত্তিক চিপ উৎপাদন ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়েছে, মূল বাজার যেমন- ডেটা সেন্টার ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের দিকে অধিক মনোযোগ দিতে গিয়ে অটোমোটিভ বিভাগটি গুটিয়ে ফেলার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে বহু কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হতে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ায় শতাধিক কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, এটি ইনটেলের বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনারই অংশ।

গত কয়েক বছরে ইনটেল গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম, নিয়ন্ত্রণ প্রযুক্তি, এমনকি এআই-চালিত প্রসেসর তৈরিতে সরাসরি যুক্ত ছিল। প্রতিষ্ঠানটির চিপসেট ইতোমধ্যে পাঁচ কোটিরও বেশি গাড়িতে ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয়, অটোমোটিভ সেক্টরে নিজেদের অবস্থান শক্ত করতে এআই চিপ ও আর্ক জিপিইউ আনার ঘোষণাও দিয়েছিল তারা।

২০১৭ সালে ইনটেল কিনে নেয় স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মোবাইলআই’-কে, যা বর্তমানে স্বতন্ত্রভাবে পরিচালিত হলেও এখনও ইনটেলের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে ইনটেলের বর্তমান প্রধান নির্বাহী লিপ বু ট্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানিটি কর্মী সংকোচনের পথে হাঁটছে।

তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। ফলে কর্মীদের মাঝে এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকেই এই সিদ্ধান্তকে ইনটেলের অভ্যন্তরীণ রূপান্তর এবং বাজার কৌশল বদলের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্ব প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা ও ব্যয় সংকোচনের এই বাস্তবতায় ইনটেলের এমন সিদ্ধান্ত অন্য কোম্পানিকেও প্রভাবিত করতে পারে। তবে গাড়িভিত্তিক প্রযুক্তিতে এতদিনের সক্রিয় ভূমিকার পর হঠাৎ করে এই খাত থেকে সরে আসা ইনটেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

গাড়িভিত্তিক প্রযুক্তিতে সফল উপস্থিতি থাকার পরও ইনটেলের এমন সরে আসা প্রযুক্তি বাজারে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে কোম্পানিটির এই রূপান্তর কর্মী, বিনিয়োগকারী এবং বাজার-সবখানেই প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।


বাংলাধারা/এসআর