দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০২:৩৯ দুপুর

শিক্ষা গ্রহণে শিশুদের আগ্রহ বাড়াতে এবং ঝরে পড়া রোধে দিনাজপুরে তালিকাভুক্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
শনিবার (১৭ মে) দুপুরে দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর পালকীয় কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সিইএসপি প্রকল্পের স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় গিফট কিটস (অর্থবছর ২০২৫)’ কর্মসূচির মাধ্যমে ১১৭ জন শিশুকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় দুটি ড্রইং পেনসিল বক্স, একটি ছাতা, একটি ক্যালকুলেটর, একটি মশারী, একটি চেয়ার ও একটি ডিকশনারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসারের প্রতিনিধি এবং পিআইও ফেরদৌস আহম্মেদ। তিনি বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশু যাতে দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা উপকরণ শিশুরা যেমন উপকৃত হবে, তেমনি তাদের মেধা বিকাশে এটি সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু এবং উদয়মান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বাংলাধারা/এসআর