ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউসের সভা থেকে জাকারবার্গকে বের করে দেওয়ার গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ০৪:১৪ দুপুর  

ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে এবং পুরো ঘটনা ব্যাখ্যা করেছে।

ঘটনার সূত্রপাত ঘটে ভবিষ্যৎ এফ-৪৭ স্টেলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠকে। এসময় জাকারবার্গ সেখানে উপস্থিত হলে নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়। এনবিসি নিউজের এক দীর্ঘ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত শীতে হোয়াইট হাউস সফরের সময় প্রেসিডেন্টের অফিস থেকে জাকারবার্গকে ‘চলে যেতে’ বলা হয়েছিল।

প্রতিবেদনে দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তখন সামরিক নেতাদের সঙ্গে এফ-৪৭ সংক্রান্ত আলোচনা করছিলেন। হঠাৎ করেই ফেসবুকের প্রতিষ্ঠাতা ওভাল অফিসে প্রবেশ করলে, নিরাপত্তা ইস্যুর কারণে কর্মকর্তারা তাকে বাইরে অপেক্ষা করতে বলেন।

তবে এই দাবি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রতিবেদনটি ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করছে। তাকে চলে যেতে বলা হয়নি। প্রেসিডেন্টের আমন্ত্রণেই জাকারবার্গ শুধু ‘হ্যালো’ বলতে এসেছিলেন। এরপর পাইলটদের সঙ্গে বৈঠক চলতে থাকায় নতুন আরেকটি সভা শুরু হয়। সে কারণে জাকারবার্গকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। তাই তিনি নিজেই সেখান থেকে চলে যান।”

এ বিষয়ে জানতে মেটার পক্ষেও যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দ্য নিউইয়র্ক পোস্ট বৃহস্পতিবার (৩ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে, যা দ্রুত সাড়া ফেলে রাজনৈতিক এবং কর্পোরেট অঙ্গনে।


বাংলাধারা/এসআর