ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ এক ভোটের ব্যবধানে পাস সিনেটে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০২, ২০২৫, ০৯:৪১ রাত  

ছবি: সংগৃহিত

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক ভোটের ব্যবধানে পাস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বিগ, বিউটিফুল বিল’। মঙ্গলবার ৫১-৫০ ভোটে পাস হওয়া এই বিলে কর ছাড়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট ছাঁটাই, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ অভিবাসন নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যয় প্রস্তাব করা হয়েছে।

বিলে পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ‘টাই’ ভাঙতে সিনেটের সভাপতির দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিলের পক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটদের ৪৭ জন সদস্যের সঙ্গে তিনজন রিপাবলিকান — নর্থ ক্যারোলাইনার টম টিলিস, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র‌্যান্ড পল — বিলের বিপক্ষে ভোট দেন।

এই বিল পাস হলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে। তবে সেখানে কয়েকজন রিপাবলিকান ইতোমধ্যে সিনেটে যুক্ত হওয়া শর্তগুলোর বিরোধিতা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প চান, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই তিনি বিলটিতে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করতে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও একই সময়সীমার মধ্যে কাজ শেষ করার আশাবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, এই বিল মূলত ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭) দেওয়া করছাড়েরই সম্প্রসারিত সংস্করণ। নতুন প্রস্তাবে বকশিশ ও অতিরিক্ত সময়ের আয়ের ওপরও করছাড়ের কথা বলা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে বিলটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কারণ, এতে কম আয়ের নাগরিকদের জন্য মেডিকেইড স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কর্মসূচির বাজেট থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার ছাঁটাইয়ের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালে পরিবেশবান্ধব জ্বালানির জন্য দেওয়া নানা প্রণোদনাও বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে। খবর: বিবিসি


বাংলাধারা/এসআর