ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৮ রাত  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টা দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাস ভবনে সাক্ষাৎ করতে আসেন ঢাকার সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

তাদের সঙ্গে উপস্থিত আছেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপার্সন সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য এনামুল হক চৌধুরী।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সাহারা কুক।