ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৯, ২০২৫, ০৬:৪৭ বিকাল  

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫।

ঢাকার একটি হাসপাতালে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শুক্রবার বেলা ১১টায় তার প্রথম জানাজা ও জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় দফায় জানাজা হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সামহিত করা হবে।

ফাতিনাজ ফিরোজ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক হান্নান ফিরোজের স্ত্রী। ২০১৭ সালে ২৯ অক্টোবর হান্নান ফিরোজের মৃত্যুর পর ফাতিনাজ বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে।