ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান

নিউজ ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০৫, ২০২৫, ০৯:৪৩ রাত  

আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত তৈরি করতে আসিনি।

 
 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর দেশ প্রতিনিধি তুওমো পৌতিয়ানেন বৈঠকে উপস্থিত ছিলেন। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।