আ.লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে আবার ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদ ইসলামের
প্রকাশিত: মে ০৯, ২০২৫, ১১:২৭ রাত

ফাইল ছবি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাহিদ ইসলাম লেখেন, শাহবাগের অবরোধ চলমান থাকবে। দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে জুলাই মাসে সব দেশপ্রেমিক শক্তিকে এক হওয়ার আহ্বান জানাই। যদি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসে, তাহলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম, নারী ও মানবতার শত্রু ফ্যাসিস্ট মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে সব বাংলাদেশপন্থি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
৮ মে রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরু হয় 'শাহবাগ ব্লকেড'। শুক্রবার দুপুরেও শাহবাগ মোড়ে ছিল ব্যানার-ফেস্টুনে স্লোগানমুখর পরিবেশ।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা’র সামনেও টানা অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর শুক্রবার দুপুরেও তারা সেখানে বিক্ষোভ অব্যাহত রাখেন।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি থেকেই আওয়ামী লীগের পতনের সূত্রপাত ঘটে। সেসময় লাখো মানুষ ঢাকামুখী মার্চে অংশ নিয়ে সরকারের পতনের দাবি তুলেছিল।
নাহিদ ইসলামের এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এনসিপি বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অন্যদিকে, ক্ষমতাসীনদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের অবস্থানের ওপর।
বাংলাধারা/এসআর