ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টাদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৫:৫৭ বিকাল  

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি নতুন গাড়ি কেনার একটি প্রস্তাব বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, উপদেষ্টা, মন্ত্রী বা সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি নতুন গাড়ি কেনার প্রস্তাবটি তুলে ধরা হয়। তবে সরকারি ব্যয় সংকোচনের বাস্তবতা এবং প্রয়োজনীয়তা বিবেচনায় কমিটি প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আজকের বৈঠকের এজেন্ডায় মোট তিনটি প্রস্তাব ছিল। এর মধ্যে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। একটি প্রস্তাব অনুমোদন পেলেও গাড়ি কেনার প্রস্তাবটি বাতিল করে দেয় কমিটি। কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব নির্ধারিত তালিকায় থাকলেও তা আজকের বৈঠকে উত্থাপন হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টাদের জন্য গাড়ি কেনার সময় ও প্রয়োজনীয়তা নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে বলে জানা গেছে।

সরকারি একটি গুরুত্বপূর্ণ সভায় এমন একটি ব্যয়বহুল প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে প্রশাসনিক মহলে।

বাংলাধারা/এসআর