ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১২:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জরুরি চিকিৎসা শেষে রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন।

বুধবার (২৩ জুলাই) রাত ১টার কিছু পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। রাত ২টা ৫২ মিনিটে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি জরুরি পরীক্ষা করাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। আগের আওয়ামী লীগ সরকারের সময় তিনি কারাবন্দি অবস্থায় ছিলেন। তখন তার উন্নত চিকিৎসার আবেদন বারবার নাকচ করা হয়, যা চিকিৎসা প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল বলে বিএনপির অভিযোগ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। এর পরপরই চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৭ জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে টানা ১৭ দিন চিকিৎসা নেন তিনি।

চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। তবে তার বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় লিভার ট্রান্সপ্লান্ট বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি চিকিৎসকরা।

সবশেষ গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই নিয়মিতভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাধারা/এসআর