নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৩:৩০ দুপুর

ছবি: সংগৃহিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা প্রকৃত গণতন্ত্র ও দেশের মানুষের শক্তি নয়।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি একটি ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের সময় দুই শিশু সন্তানকে নিয়ে বন্দিত্ববরণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি পান। স্বৈরাচারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। পরে জনগণের দাবিতে ১৯৯৬ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করেন। আজও তিনি দেশের মানুষের আলোর দিশারি।”
তিনি আরও বলেন, “আমরা তার দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষাকবচ হয়ে জাতিকে পথ দেখাতে পারেন।”
খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের মানুষ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত। দেশের সমসাময়িক রাজনীতিতে বিএনপি চেয়ারপারসনের দিকনির্দেশনা এখনও কার্যকর। তার নির্দেশনায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে বিএনপি। জাতি এখন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
সালাহউদ্দিন বলেন, “আমরা সেই গণতন্ত্র চাই যার জন্য শহীদরা জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছেন। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি অভিযোগ করেন, যারা নির্বাচন নিয়ে সন্দেহ ছড়াচ্ছে তারা আসলে গণতন্ত্রকে বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র করছে। “জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংকল্পবদ্ধ। এর বিরুদ্ধে কেউ দাঁড়ালে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।”
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সব বাধা অতিক্রম করে জনগণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে। এজন্য তিনি সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।
বাংলাধারা/এসআর