ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দেশ যেন মৌলবাদের আশ্রয়স্থল না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:৪২ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ যেন কখনোই মৌলবাদ বা চরমপন্থার অভয়ারণ্য না হয়ে ওঠে, এ প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে স্বৈরাচারকে কিছুদিন আগেই জনগণ পরাজিত করেছে, তার পুনর্জাগরণ প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্রে উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি মিডিয়া সেলের আয়োজনে আয়োজিত এই আলোচনায় কবিতা পরিষদের কবি-সাহিত্যিকরা অংশ নেন। সেখানে তারা লেখালেখির স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “এ দেশের মালিক জনগণ। মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা না করলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য। শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

কবি-সাহিত্যিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজে সমালোচনা, মতভেদ ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত করার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা যায়। আর সেই স্বাধীনতার ভিত তৈরি হয় জনগণের ভোটের অধিকার রক্ষার মধ্য দিয়ে।

বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আজকের দিনে আমাদের আদর্শিক অবস্থান হয়তো ভিন্ন হতে পারে, রাজনৈতিক মতাদর্শও এক নয়। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অভিন্ন।”

অনুষ্ঠানে কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমীন, আমাদের সময়ের সম্পাদক ও লেখক আবু সাঈদ খান, কবি মতিন বৈরাগী, কবি অনামিকা হক লিলি, কবি রেজাউল উদ্দিন স্ট্যালিনসহ আরও অনেকে।

বাংলাধারা/এসআর