ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দেশমাতৃকার সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৪:১৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোতেও বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

রবিবার (৩১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে তারেক রহমান দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দিনটি এখন শুধু দলীয় কর্মীদের জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার উৎস।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সে সময় ভয়াবহ দুর্ভিক্ষে লাখো মানুষ প্রাণ হারায়, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দেন। এরপর থেকে বিএনপি বারবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে দেশ ও জনগণের কল্যাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।

তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং কৃতজ্ঞতা জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি বলেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ৮০’র দশকে বিএনপির আপসহীন আন্দোলন ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন সম্ভব হয়েছিল।

বিএনপির আদর্শকে উদারনীতি উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিবার ক্ষমতায় এসে বিএনপি সামাজিক নিরাপত্তা জাল প্রসারিত করেছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে যুগান্তকারী সাফল্য এনেছে। এসব উদ্যোগের ফলে দেশে আর দুর্ভিক্ষ ফিরে আসেনি।

তিনি বলেন, এখনও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। এজন্য জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নেই।

তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গুম-খুন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আপসহীনভাবে কাজ করবে। তিনি বলেন, "দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।"

বাংলাধারা/এসআর