ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া গণতন্ত্রের চর্চা বদলাবে না : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৪ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে গণতান্ত্রিক চর্চা আগের মতোই চলতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে তবে ভবিষ্যতের গণতান্ত্রিক অনুশীলনও অতীতের মতোই হবে। অথচ আমরা সবাই চাই একটি ভিন্ন ও ইতিবাচক ধারা।”

তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে রাষ্ট্র একটি নির্দিষ্ট পথে এসেছে, এখন সেটিকে সাংবিধানিক ও আইনি কাঠামোয় শক্তভাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন।

বিএনপির এই নেতা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অভিপ্রায় প্রসঙ্গে বলেন, “এ আন্দোলনের লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য এখন জরুরি, আর জুলাই আন্দোলন সেই সুযোগ করে দিয়েছে। মতভেদ থাকলেও এই ঐক্যের শক্তি ধরে রাখতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক সংস্কারসহ যেসব সংস্কারের দাবি এখনই তোলা হচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।

বাংলাধারা/এসআর