ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৯ বিকাল  

ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন, তাঁদের দল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাইনি। আমরা শুধু বলেছি, আওয়ামী লীগের যে সব কার্যক্রম গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, সহিংসতা তৈরি করেছে, দেশ ও অর্থনীতির ক্ষতি করেছে, সেগুলো বন্ধ করা উচিত।”

তিনি আরও যোগ করেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি আমাদের অবস্থান নয়। আমরা শুধু ক্ষতিকর কর্মকাণ্ডের বিরোধিতা করছি।”

অর্থাৎ, বিএনপির অবস্থান হলো- রাজনীতির অঙ্গন খোলা থাকবে সবার জন্য, তবে গণতন্ত্র ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে দলটি।

বাংলাধারা/এসআর