শাপলা প্রতীকে অনড় এনসিপি, বিকল্প বেছে নেওয়ার অনুরোধ ইসি’র
প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৫, ০২:২৮ দুপুর

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে তাদের প্রিয় ‘শাপলা’ প্রতীক পেতে অনড় থাকলেও নির্বাচন কমিশন (ইসি) বলেছে, বিধিমালা অনুসারে শাপলা তাদের বরাদ্দের তালিকায় নেই। এই পরিস্থিতিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে লিখিতভাবে তা জানাতে দলটিকে অনুরোধ করেছে ইসি।
এনসিপি নেতারা বলছেন, শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে কোনো আইনগত বাধা নেই। তাই অন্য কোনো প্রতীকের সঙ্গে আপাতত আপস করবেন না। শাপলার বাইরে দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে দল কলম ও মোবাইল ফোন উল্লেখ করেছে। তবে শাপলা না পাওয়ার সম্ভাবনা থাকলেও বিষয়টি দলীয় সভায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আমরা শাপলাতেই অনড়। এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও আইনগত পদক্ষেপ নেব। অন্য কোনো প্রতীকের বিষয়ে আপাতত ভাবছি না। সভা ডেকে দ্রুত সিদ্ধান্ত নেব।”
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও জানিয়েছেন, শাপলার জন্যই তারা লড়াই চালাবেন। তিনি বলেন, “আইন ও নির্বাচন প্রক্রিয়ার সীমার মধ্যে আমরা শাপলা প্রতীকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। ইসির পক্ষ থেকে বাধা থাকলেও আমরা তার মোকাবিলা করব।”
এনসিপি অভিযোগ করছে, নির্বাচন কমিশন তাদের সঙ্গে স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে। যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, “শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই। তারপরও ইসি আমাদের চাওয়ার পরও প্রতীক বরাদ্দ দিচ্ছে না। এটি স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার কথা। শাপলাতেই আমরা অনড়।”
এর আগে ইসি একটি চিঠিতে জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং প্রাথমিকভাবে দলটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। দলটি শাপলা, কলম ও মোবাইল ফোন এই তিনটি প্রতীক বেছে নিয়েছে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯ (১) অনুযায়ী শাপলা তালিকাভুক্ত না থাকায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না। চিঠিতে দলের প্রতি জানানো হয়েছে, নির্বাচনের জন্য নির্ধারিত ৫০টি সংরক্ষিত প্রতীক থেকে পছন্দ করে লিখিতভাবে জানাতে হবে।
ইসির তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে আছে আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইসির দেওয়া প্রতীকগুলো হাস্যকর। শাপলা প্রতীক দেওয়াই উচিত। অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আমরা বৈষম্যমূলকভাবে আচরণের শিকার হচ্ছি। প্রতীক না পেলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে লড়াই চালাব।”
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মাননা আশ্বাস দিয়েছেন, শাপলা দেওয়ার ক্ষেত্রে এনসিপির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন না। তিনি বলেন, “শাপলা প্রতীক দিলে কোনো মামলা করা হবে না। এই প্রতীকের মাধ্যমে দলের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত হবে।”
বাংলাধারা/এসআর