ঐক্যবদ্ধ জাতি গঠনে ধর্মভিত্তিক বিভাজন নয়: জামায়াত আমির
প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০২:৫৬ দুপুর
_20251004145555_original_10.webp)
ছবি: সংগৃহিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতিকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা যায় না, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবেই এগিয়ে যেতে চাই।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ একটি বহুধর্মীয় দেশ হলেও আমরা সবাই দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছি। পৃথিবীর যেসব দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান, বাকি অংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। তবে ধর্মের ভিন্নতা দিয়ে আমরা জাতিকে বিভক্ত করতে চাই না।”
মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা কেউই আল্লাহর দরবারে আবেদন করে এই পৃথিবীতে আসিনি। যে যেমন ধর্ম নিয়ে জন্মেছেন, তা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। মানুষের সামনে বিভিন্ন মত ও বিশ্বাস থাকলেও আল্লাহ প্রত্যেককে বিবেক ও বিচারবুদ্ধি দিয়েছেন, সেই বিবেক দিয়েই মানুষ তার ধর্ম নির্বাচন করবে।”
সম্মেলনে উপস্থিত দাঈদের উদ্দেশে তিনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আল্লাহর প্রদত্ত বিধান এবং নবী করীম (সা.)-এর নির্দেশিত জীবনবোধই মানুষের জন্য পথনির্দেশ। সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষের সত্য-সুন্দর সমাজ গড়ার প্রয়াসে দাঈদের ভূমিকা অপরিসীম। রাসূল (সা.) যেমন দাওয়াত ও কর্মপদ্ধতির মাধ্যমে মানবজাতিকে দ্বীনের পথে আহ্বান জানিয়েছিলেন, আপনাদেরও সেই পথ অনুসরণ করতে হবে।”
তিনি বলেন, দাঈরা মানুষকে কল্যাণের পথে উদ্বুদ্ধ করেন, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করেন। ঐক্যবদ্ধ জাতি গঠন ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের অবদান অপরিহার্য।
বাংলাধারা/এসআর