শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান
প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৯:২৪ রাত

ছবি: সংগৃহিত
শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “শিক্ষকদের চাকরি জাতীয়করণ কিংবা এমপিওভুক্তকরণের বিষয়টি শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ন্যায্য অধিকার। দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের এ দাবিকে নীতিগতভাবে সমর্থন জানাচ্ছে।”
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয় উন্নয়নের লক্ষ্য পূরণ সম্ভব নয়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে। একই সঙ্গে শিক্ষা কারিকুলামকে আধুনিক ও ব্যবহারিক করে তুলতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শিক্ষা ব্যবস্থা যদি শুধুই পুঁথিনির্ভর থাকে তবে যুগের চাহিদা মেটানো সম্ভব হবে না। স্কুল পর্যায় থেকে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা চালু করতে হবে। শিক্ষকরা যাতে নিজেদের রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠিত করতে পারেন, সে পরিবেশ তৈরি করা আমাদের লক্ষ্য।”
শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিতের বিষয়েও গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি ছাড়া শিক্ষকদের পেশাগত আনন্দ জাগ্রত হয় না। তাই জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয়ভাবে শিক্ষককে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন তিনি।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি বলেন, “শিক্ষকদের স্বার্থরক্ষায় তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর কোনো দাবি-দাওয়া জানাতে হবে না।”
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতা ও শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা সমাবেশে অংশ নেন। জাতীয় সংগীত ও চাকরি জাতীয়করণের দাবিতে রচিত গান পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
বাংলাধারা/এসআর