ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দাপুটে জয়

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৫, ০২:৫৫ রাত  

ছবি: সংগৃহিত

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হতাশ করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। মোহাম্মদ নবীর ছক্কায় শেষ হয় ম্যাচ, ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই ২২১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স বলার অপেক্ষা রাখে না- শেষ আট ম্যাচে এটি সপ্তম হার। আফগানদের বিপক্ষে সিরিজ দিয়েই ভাঙতে চেয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সেই ব্যর্থতার চক্র, কিন্তু হলো উল্টোটা।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ আশানুরূপ শুরু পায়নি। দলীয় ৫৩ রানের মধ্যেই তিন ব্যাটার ফেরেন সাজঘরে। আজমতউল্লাহ ওমরজাই প্রথম ধাক্কা দেন, পরে রশিদ খানের ঘূর্ণি ভেঙে দেয় মিডল অর্ডার।

তবু চতুর্থ উইকেটে মিরাজ ও তাওহিদ হৃদয় গড়ে তোলেন ১০১ রানের দারুণ জুটি। দুজনেই করেন হাফসেঞ্চুরি- হৃদয় ৫৬ (৩ ছক্কা, ১ চার), আর মিরাজ ৬০ (১ চার, ১ ছক্কা)। তবে হৃদয়ের দুর্ভাগ্যজনক রান আউটের পর ভেঙে পড়ে বাংলাদেশ। শেষ সাত উইকেট পড়ে মাত্র ৬৭ রানে, দল অলআউট হয় ২২১ রানে। অভিষিক্ত সাইফ হাসান করেন ২৬।

রশিদ খান তুলে নেন ৩ উইকেট, যার মধ্যে মিরাজকে আউট করে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। সমান তিন উইকেট নেন ওমরজাইও।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই ছিল নিয়ন্ত্রণে। ৫২ রানের ওপেনিং জুটির পর ইব্রাহিম জাদরান (২৩) ও সাদিকুল্লাহ আতাল (২) দ্রুত আউট হলেও রহমানুল্লাহ গুরবাজ (৫০) ও রহমত শাহ (৫০) ৭৮ রানের পার্টনারশিপে ম্যাচকে সহজ করে তোলেন।

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ৪৪ (৬ চার, ১ ছক্কা) ও অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি অপরাজিত ৩৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তানজিম হাসান সাকিব, ৩ উইকেট নেন তিনি। তবে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ছিলেন অনুজ্জ্বল।

চতুর্থ উইকেটে মিরাজ-হৃদয়ের দারুণ জুটি একসময় বাংলাদেশকে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত রান আউটের সেই ধাক্কা সামলে উঠতে পারেনি দল। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা, সঙ্গে বোলারদের সাপোর্ট না মেলায় সিরিজের প্রথম ম্যাচেই হারতে হলো টাইগারদের।


বাংলাধারা/এসআর