মানিক মিয়া এভিনিউয়ে শোকের ঢল, হাদির জানাজায় অংশ নিতে একের পর এক মিছিল
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:১৪ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই স্লোগান মুখর পরিবেশে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মিছিলকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা প্রতিবাদী ও শোকঘন স্লোগান দিচ্ছেন। কালো ব্যানার, ফেস্টুন ও শহীদের ছবি হাতে নিয়ে আন্দোলনকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলের দিকে এগিয়ে আসেন।
শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথগুলোতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, বাদ জোহর শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় শহীদ হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
বাংলাধারা/এসআর
