জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক:
মানবিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকার আহ্বান জামায়াতের আমিরের
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:৪৩ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীতে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বৈঠকে দলের নায়েবে আমিরগণ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশি-বিদেশি নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে যে ঐক্য ও প্রত্যয় সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সকল প্রকার উসকানি ও সংঘাত এড়িয়ে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”
দলীয় দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রত্যেককে দেশ ও জাতির স্বার্থে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো বক্তব্য প্রদানের সময় অথবা অবস্থান গ্রহণের ক্ষেত্রে যেন কোনোরকম উসকানিমূলক পরিস্থিতির জন্ম না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, মানবিক বাংলাদেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
বৈঠকের শেষ পর্বে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আমিরে জামায়াত। তিনি বলেন, “পরম করুণাময় আল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং দেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে কবুল করুন।”
বাংলাধারা/এসআর