ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কাছে দেশ ছেড়ে দেবে না জামায়াত : রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:১২ রাত  

ছবি: সংগৃহিত

পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথর দিয়ে হত্যাসহ দেশজুড়ে খুন, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এসব ঘটনার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, “সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে জামায়াত।”

তিনি বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ ভেবেছিল, আর কাউকে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে, আওয়ামী লীগের মতোই আরেকটি দল সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত। তারা নিজেরাই নিজেদের নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। প্রতিদিন নির্বাচন চাইছে, অথচ সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলছে না। কারণ, সন্ত্রাস-চাঁদাবাজ-ধর্ষক-খুনি তাদেরই পোষা।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেন, “জাতির সঙ্গে তামাশা করতে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। জনগণের জানমাল ও ইজ্জত রক্ষা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিক দায়িত্ব ছিল পদত্যাগ করা।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ মহানগরের নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

অপরদিকে, শনিবার বিকেলে তেজগাঁও সাতরাস্তা থেকে মিছিল করে মগবাজার মোড়ে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। সেখানে মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, “যারা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে। আবু সাঈদ-মুগ্ধের এই দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, হেলমেট বাহিনী, রড বাহিনী ও পাথর বাহিনীর কোনো স্থান নেই।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাতসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।


বাংলাধারা/এসআর