দেশের ক্রিকেট অন্য ধাপে নিতে চান মিরাজ, স্বপ্ন ট্রফি জয়ের
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:০৮ রাত

বাংলাদেশ জাতীয় দলে পঞ্চপাণ্ডব অধ্যায় কার্যত শেষ। দেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাওয়া পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ সম্প্রতি নিজেদের গুটিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মুশফিকুর রহিম অবশ্য এখনো টিকে আছেন টেস্টে। মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ার শেষ হয়েছে ২০২০ সালেই। আর সাকিব আল হাসান রাজনৈতিক মারপ্যাঁচে বাংলাদেশের জার্সি থেকে অনেকটা দূরে।
আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা মানুষেরই একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাদের যে দায়িত্বটা ছিল, তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে, এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া।' এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, 'আমরা কিন্তু এখনও ট্রফি জিততে পারিনি। তাই আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্ট জেতা। একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।'

নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর এটাই উপযুক্ত সময় মানছেন মিরাজ, 'আমরা যারা আছি, সবার পারফর্ম করা জরুরি। দলে এখন ৬-৭ জন ক্রিকেটার আছে যারা প্রায় ৭-৮-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সবাইকে নতুন বলা যাবে না। যারা আছে নতুন ২-৩ বছর খেলেছে, তাদের সঙ্গে যারা ৮-৯ বছর খেলেছে তাদের মিলিয়ে একটা পরিকল্পনা করে সমন্বয় নিয়ে এগোতে হবে।'
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ এখন থেকেই পরিকল্পনার কথা বলেন মিরাজ, 'আমরা যদি একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোই... সবার সঙ্গে সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটারকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে আমাদের যত ওয়ানডে আছে, ক্রিকেটারদের সুযোগ দিতে হবে। আমরা যদি ২-৩ মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নেই, তাহলে কঠিন। তবে এখন থেকে যদি সবাই কাজ শুরু করে, সবাই সম্পৃক্ত থেকে যদি আগে থেকে দলটা সেট করে, তাহলে একটা ভালো কিছু হবে।'