মার্তার জাদুতে নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জয় ব্রাজিলের
প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০৫:০২ বিকাল

ছবি: সংগৃহিত
মার্তার জাদুকরী প্রত্যাবর্তনে কোপা আমেরিকার রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল নারী ফুটবল দল। ইকুয়েডরের রদ্রিগো পাজ ডেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ৪-৪ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
বয়স ৩৯ হলেও মার্তা যেন বয়সকে থামিয়ে রেখেছেন নিজের পায়ে। ৮২তম মিনিটে বদলি নামার পর ইনজুরি সময়ে গোল করে সমতা ফেরান তিনি। এরপর অতিরিক্ত সময়ে আরও এক গোল করে এগিয়ে দেন দলকে। যদিও কলম্বিয়া ম্যাচে ফিরে আসে ১১৫তম মিনিটে লেইসি সান্তোসের গোলে।
টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দা সিলভা হয়ে ওঠেন ম্যাচের আরেক নায়িকা। দুটি দুর্দান্ত পেনাল্টি সেভ করে নিশ্চিত করেন দলের টানা পঞ্চম ও মোট নবম কোপা শিরোপা।
ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। কলম্বিয়া প্রথমে এগিয়ে যায় লিন্ডা কাইসেদোর গোলে। ব্রাজিল সমতা ফেরালেও তৃতীয়বারের মতো এগিয়ে যায় কলম্বিয়া ব্রাজিলের আত্মঘাতী গোলের সুবাদে। তবে ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলোনসো ও আমান্ডা গুতিয়েরেস গোল করে বারবার ম্যাচে ফেরান দলকে। গুতিয়েরেস এই টুর্নামেন্টে ছয়টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন, যার সঙ্গে যৌথভাবে রয়েছেন প্যারাগুয়ের ক্লাউডিয়া মার্টিনেজ।
ব্রাজিলের এই জয় শুধু একটি শিরোপা জয় নয়, এটি লাতিন নারীদের ফুটবলে তাদের দীর্ঘদিনের আধিপত্যেরই প্রতিফলন। কোপা আমেরিকার ৯টি আসরের মধ্যে ৮টিতেই শিরোপা জিতেছে তারা। বিশ্বকাপে ২০০৭ সালের রানার্স-আপ হওয়া এবং অলিম্পিকে তিনবার ফাইনালে ওঠা তাদের অতীত সাফল্যের তালিকায় অন্যতম।
২০২২ সালের মতো এবারের ফাইনালেও প্রতিপক্ষ ছিল কলম্বিয়া, তবে এবারের ম্যাচে উত্তেজনা আর নাটকীয়তা ছিল চোখে পড়ার মতো। মার্তার ফেরার এই গল্প, গোল, এবং নেতৃত্বের দ্যুতি — সব মিলিয়ে ম্যাচটিকে করে তুলেছে স্মরণীয়। ফুটবল বিশ্ব আবারও দেখল, কেন মার্তা শুধুই একজন খেলোয়াড় নন—তিনি এক জীবন্ত কিংবদন্তি।
বাংলাধারা/এসআর