ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস গড়া সাফল্য
প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ০২:৩৮ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশ নারী ফুটবলে রচিত হলো এক নতুন ইতিহাস। ২০২৫ সালের ৭ আগস্ট ফিফার প্রকাশিত সর্বশেষ নারী র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়েছে লাল-সবুজের মেয়েরা। ২৪ ধাপ লাফিয়ে উঠে এসেছে ১০৪ নম্বরে, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ অবস্থান।
এই নজরকাড়া সাফল্যের পেছনে রয়েছে রেটিং পয়েন্টে ৮০.৫১ পয়েন্টের বিশাল অগ্রগতি। আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ছিল ১০৯৯.৩৬, যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৭-এ। এই বিরল অর্জনের পেছনে মূল অবদান এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের টানা তিন জয়ের। এই সাফল্য শুধু র্যাঙ্কিং-এ উন্নতি নয়, বরং প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার গর্বিত অর্জনও।
বর্তমান র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশের ঠিক ওপরেই রয়েছে ইউরোপের দুই দেশ, এস্তোনিয়া (১০২) এবং লিথুয়ানিয়া (১০৩)। দুই দলের সঙ্গে ব্যবধান মাত্র কয়েক পয়েন্ট:
১০২: এস্তোনিয়া – ১১৮৯.৬৪ পয়েন্ট
১০৩: লিথুয়ানিয়া – ১১৮২.৬৮ পয়েন্ট
১০৪: বাংলাদেশ – ১১৭৯.৮৭ পয়েন্ট
১০৫: ফারো দ্বীপপুঞ্জ – ১১৭৭.১২ পয়েন্ট
এই তালিকা স্পষ্ট করে দেয়, সামনের ম্যাচগুলোয় ভালো ফল অর্জন করতে পারলে প্রথমবারের মতো ফিফা টপ-১০০-এ প্রবেশ করার সুযোগ একেবারেই হাতের নাগালে।
লাল-সবুজের মেয়েরা ইতিমধ্যে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে তাদের ধারাবাহিকতা এবং সামর্থ্যের প্রমাণ রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন বাংলাদেশ নারী ফুটবল দলকে আর হেলাফেলা করার সুযোগ নেই।
ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হবে ২০২৫ সালের ১১ ডিসেম্বর আরও ১২৬ দিন পর। এই সময়ের মধ্যেই যদি জয়রথ অব্যাহত রাখা যায়, তবে ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় রচনা করা সম্ভব।
নারী ফুটবলের এই জাগরণ নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো ছড়িয়েছে। এখন শুধু দরকার পেছনে থাকা না-দেখে এগিয়ে চলার সাহস ও প্রস্তুতি।
বাংলাধারা/এসআর