ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মিরাজের ঘরে কন্যা সন্তানের আগমন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ০৭:১২ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবারে নতুন আনন্দের ঝর্ণা বইছে। আজ দুপুরে তিনি প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মিরাজ লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।”

খেলোয়াড়ি জীবনে ব্যাট-বল হাতে দেশের জন্য অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন মিরাজ। এবার ব্যক্তিগত জীবনে তাঁর পরিবারের আনন্দের পরিধি আরও বাড়লো।

মিরাজ ২০১৯ সালের মার্চে খুলনার রাবেয়াকে বিয়ে করেছিলেন। এক বছর পর ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, পুত্র মুদ্দাসসির হাসান ওয়াফিক।

তবে এই খুশির সময়ে পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটানো সম্ভব হবে না মিরাজের জন্য। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মূল দলে না থাকলেও তিনি স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন।

বাংলাধারা/এসআর