ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে তাইজুল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই লিগে খেলার সুযোগ পেলেন বাঁহাতি এই স্পিনার।

তাইজুলকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল পেজে লেখা হয়, “স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।”

গত আসরে একেবারেই ভালো করতে পারেনি ডারবানস সুপার জায়ান্টস। ১০ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে লিগ থেকে ছিটকে যায় দলটি। তাই এবারের মৌসুমে স্পিন আক্রমণে তাইজুলকেই ভরসা হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

৩৩ বছর বয়সী তাইজুল বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য সদস্য হলেও টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ পাননি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন মাত্র দুই ম্যাচ। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ-১০৫ ম্যাচে নিয়েছেন ৮৮ উইকেট। বোলিং গড় ২৬.২৯ আর ইকোনমি রেট ৭.৪২। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

এসএ টোয়েন্টির এবারের নিলামে বাংলাদেশের মোট ১৪ জন ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসসহ আরও অনেকে জায়গা পেলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন কেবল তাইজুল। মুস্তাফিজকে নিলামে তোলা হলেও কোনো দল তাকে দলে নেয়নি।

তবে তাইজুলের সামনে এখনো একটি শঙ্কা রয়ে গেছে। কারণ আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরের শেষদিকে, আর একই সময়ে আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফলে কোন লিগে খেলতে পারবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আয়োজনে এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী ২৩ জানুয়ারি এবং চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরে লড়বে মোট ছয়টি দল।

বাংলাধারা/এসআর