ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

এশিয়া কাপের আগে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন মোস্তাফিজ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:১৬ রাত  

ছবি: সংগৃহিত

এশিয়া কাপের আসর শুরু হওয়ার ঠিক আগেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এলো দারুণ এক প্রেরণার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নতুন তালিকায় তিনি এখন অবস্থান করছেন ১১ নম্বরে, যেখানে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪১।

সংযুক্ত আরব আমিরাতেই বসছে এবারের এশিয়া কাপ। আগামীকাল বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের, নেতৃত্বে থাকবেন লিটন দাস। ঠিক তার আগের দিন পাওয়া এই সুখবর স্বাভাবিকভাবেই দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে আসবে।

সম্প্রতি নেদারল্যান্ডস সফরে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.২৮ ইকোনমি রেটে শিকার করেছিলেন ৩ উইকেট। সেই ধারাবাহিকতাই তাকে এগিয়ে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে।

তবে সুখবর শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানি বোলাররাও পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে উত্থানের আনন্দ। আবরার আহমেদ এগিয়েছেন ৩৯ ধাপ, এখন অবস্থান করছেন ২৭ নম্বরে। আর শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যাটট্রিকসহ ১০ উইকেট নিয়ে মোহাম্মদ নাওয়াজ উঠে এসেছেন ৩০তম স্থানে।

অন্যদিকে বাংলাদেশের কয়েকজন বোলারের জন্য এসেছে হতাশার খবরও। রিশাদ হোসেন নেমে গেছেন ২৪ নম্বরে, পিছিয়েছেন তিন ধাপ। এক ধাপ কমে ১৮ নম্বরে গেছেন শেখ মেহেদী হাসান। আর তরুণ পেসার তানজিম হাসান সাকিব হারিয়েছেন একসাথে ৮ ধাপ, এখন তার অবস্থান ৪৭-এ।

র‍্যাঙ্কিংয়ের এই পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে, এবারের এশিয়া কাপ হতে চলেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ–হংকং ম্যাচ। এরই মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান ৯৪ রানের বিশাল জয় তুলে নিয়ে দেখিয়ে দিয়েছে নিজেদের শক্তি।

বাংলাধারা/এসআর