ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৪১ দুপুর  

ছবি: সংগৃহিত

এশিয়া কাপের ‘গ্রুপ অব ডেথ’-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবারের এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ, কারণ এখানেই নির্ধারিত হতে পারে সুপার ফোরের পথচলা সহজ নাকি জটিল হয়ে উঠবে দুই দলের জন্য। হারের মানেই প্রায় শেষ হয়ে যাওয়া আশা।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে শক্তি ও আত্মবিশ্বাস। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেস আক্রমণের আগ্রাসী সূচনা, রিশাদ হোসেনের ঘূর্ণিজাদু আর টপ অর্ডারের পরিপক্ব ব্যাটিং- সব মিলিয়ে একেবারে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। যদিও প্রতিপক্ষের মানদণ্ডে ম্যাচটি আরও সহজেই জেতা যেত, তবে এই জয় বাংলাদেশকে ভেন্যুর কন্ডিশনে মানিয়ে নেওয়ার বাড়তি সুবিধা দিয়েছে।

অন্যদিকে শ্রীলঙ্কা এখনো খুঁজছে নিজেদের ছন্দ। ইনজুরি থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানে গুটিয়ে যাওয়া সেই ব্যর্থতা এখনো তাড়া করছে দলটিকে।

তবে দুই দলের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গত ১০ বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ১৬ বার—জয় সমান আটটি করে। কিন্তু সাম্প্রতিক ফর্মে পাল্লা ভারী বাংলাদেশ। গত জুলাইয়ে লঙ্কান মাটিতেই সিরিজ জিতেছে টাইগাররা ২-১ ব্যবধানে। এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছে লিটন-শান্তরা।

এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হতে পারেন রিশাদ হোসেন। শেষ সিরিজে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচে তাঁর ইকোনমি ছিল মাত্র ৫.৪৭। সেইসঙ্গে ধারাবাহিক উইকেট নেওয়ার অভ্যাসে আছেন পেসাররাও। সব মিলিয়ে দলটা আত্মবিশ্বাসী ও প্রস্তুত।

ফল যাই হোক, লড়াইটা হবে সমানে সমান। তবে সাম্প্রতিক ফর্ম, কন্ডিশন আর মানসিক দৃঢ়তায় শ্রীলঙ্কার চেয়ে একধাপ এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ।

ফর্ম গাইড (শেষ পাঁচ ম্যাচ):
বাংলাদেশ – জয় জয় জয় হার জয়
শ্রীলঙ্কা – জয় হার জয় হার হার

বাংলাধারা/এসআর