শারাফু-ওয়াসিমের ফিফটিতে জ্বলে উঠল আমিরাত
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:০৬ রাত

ছবি: সংগৃহিত
ভারতের বিপক্ষে বড় হারে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল সংযুক্ত আরব আমিরাত। ওমানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন ওপেনার আলিসান শারাফু ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। দুজনের ফিফটির ওপর ভর করে শেষ দিকে হার্শিত কৌশিকের ঝড়ো ব্যাটিংয়ে আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আমিরাত। শুরু থেকেই শারাফু-ওয়াসিম জুটি দলের জন্য গড়ে দেন মজবুত ভিত। উদ্বোধনী জুটিতে তারা ৬৬ বলে যোগ করেন ৮৮ রান। শারাফু ৩৮ বলে ৫১ রানে ফিরলেও ইনিংস বড় করেন ওয়াসিম। শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৪ বলে খেলেন ৬৯ রানের ঝলমলে ইনিংস।
শেষ দিকে রান তোলার গতি আরও বাড়িয়ে দেন হার্শিত কৌশিক। মাত্র ৮ বলে ১ চার ও ২ ছক্কার সাহায্যে অপরাজিত ১৯ রানে খেলেন তিনি। ফলে নির্ধারিত ওভারে ১৭০ রানের গণ্ডি পেরোয় আমিরাত।
ওমানের হয়ে শাহ ফয়সাল নেন সর্বোচ্চ দুটি উইকেট। তবে শারাফু-ওয়াসিমের ব্যাটিং দাপটে ম্যাচের নিয়ন্ত্রণটা হাতছাড়া হয়ে যায় তাদের।
বাংলাধারা/এসআর