এশিয়া কাপ জিতলেও ট্রফি হাতে নেবেন না সূর্যকুমার যাদব
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৫৩ বিকাল

ছবি: সংগৃহিত
হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের কঠোর অবস্থানের পাল্টা জবাব দিয়েছে ভারতও। সিদ্ধান্ত হয়েছে- এশিয়া কাপে ভারত যদি শিরোপা জেতে, তাহলে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, শুধু চ্যাম্পিয়ন হওয়ার পর নয়, ফাইনালে উঠলেও ভারতীয় দল পুরস্কার বিতরণের মঞ্চে যাবে না। রানার্সআপ হলেও একই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ‘ভারত যদি ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ওঠে, ক্রিকেটাররা নাকভির উপস্থিতিতে পুরস্কার মঞ্চে থাকবেন না। অথচ এএসিসি প্রধান হিসেবে ট্রফি তোলার দায়িত্ব তাঁরই।’
অন্যদিকে, পাকিস্তানও অবস্থান কঠোর করেছে। পিসিবি স্পষ্ট জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে তারা সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে মাঠে নামবে না। তাদের অভিযোগ, ভারত-পাকিস্তান ম্যাচের ‘হ্যান্ডশেক বিতর্ক’ সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন পাইক্রফট।
পাকিস্তানের এ অবস্থানের পর কিছুটা নমনীয় হয়েছে আইসিসি। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলোয় আর দেখা যাবে না জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে।
বাংলাধারা/এসআর