ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:২৪ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী বছর ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ঢাকার মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে তারা।

বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সিরিজে টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। তবে সর্বশেষ পরিকল্পনায় সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো বাদ দেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে ঢাকায় নামবে বাবর আজমরা। ২৬ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সিরিজের লড়াই। দুটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আরেকটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে তিন ওয়ানডেই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

যদিও সিরিজ আয়োজনের বিষয়ে মূল কাঠামো চূড়ান্ত হয়েছে, এখনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাদের আনুষ্ঠানিক সম্মতির পরই প্রকাশ করা হবে চূড়ান্ত সূচি।

পাকিস্তান সিরিজ শেষে টাইগারদের ঘরের মাঠে অপেক্ষা করছে আরেকটি চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সফর।

বাংলাধারা/এসআর