দুবাইয়ে মুস্তাফিজের হুমকি, আস্থা টেইটের
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:০৫ বিকাল

ছবি: সংগৃহিত
আবুধাবিতে এশিয়া কাপের পর আফগানিস্তানের ম্যাচ শেষ করে দেশে ফিরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান বিদায়ের পর সুযোগ হয়েছে লিটন দাসের দলের জন্য দুবাইয়ে খেলতে। দুবাইয়ে (ওয়ানডে ও টি২০ মিলিয়ে) মুস্তাফিজ-লিটনরা ইতিমধ্যেই কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
দুবাইয়ের ধীর উইকেট এবং কাটার-বিশেষ ব্যাটিং প্যাটার্নে মুস্তাফিজের হুমকির বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ পেস কোচ শন টেইট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন,“দুবাইয়ে মুস্তাফিজ হুমকি হতে পারে, আমি সেটাই আশা করছি। তার অভিজ্ঞতা আছে, তাকে শেখানোর মতো নতুন কিছু আমার কাছে নেই। তার সঙ্গে কাজ করা আনন্দের, এবং সে দলের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। তাকে আত্মবিশ্বাসী রাখলে বাকি সব কিছু নিজেই সামলে নিতে পারে।”
টেইট আরও যোগ করেন, মুস্তাফিজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এবং তাকে খুশি রাখা খুব জরুরি। তিনি বলেন, “সে দলের বড় সম্পদ এবং একটি পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে খেলছে, এবং আমি নিশ্চিত সে এভাবেই ভালো বোলিং করতে থাকবে।”
বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে চারজন বোলার নিয়ে খেলেছিল; পঞ্চম বোলার ছিলেন পার্টটাইমার সাইফ হাসান। সুপার ফোরে লঙ্কানদের বিপক্ষে স্পিনার বাড়ানো হবে কি না এমন বিষয়ে টেইট জানান, “আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। দল নির্বাচন আমি করি না। তবে মিডল ওভার ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। হৃদয়, জাকের, এমনকি লিটনও রান না পেলেও আমাদের ব্যাটিং আক্রমণ সক্ষম।”
আজ রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে, যেখানে মুস্তাফিজের পারফরম্যান্স নজরকাড়া হবার সম্ভাবনা রয়েছে।
বাংলাধারা/এসআর