ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পিএসএলে ডাক পেতে পারেন দুই বাংলাদেশি ওপেনার

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৩০ দুপুর  

ছবি: সংগৃহিত

এশিয়া কাপের মাঠে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম আবারও নজর কাড়ছেন। টুর্নামেন্টের শুরু থেকেই তারা দলকে শক্তিশালী সূচনা দিয়েছে, যা শুধুমাত্র দেশীয় সমর্থক নয়, আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞদেরও নজর কাড়ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন, এই দুই ক্রিকেটার খুব শিগগিরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেতে পারেন।

বাসিত আলী জানিয়েছেন, “সাইফ ও তানজিদকে যে দলই নেবে, তারা অবশ্যই লাভবান হবে। আইপিএল এবং পিএসএল আগামী বছর একই সময়ে অনুষ্ঠিত হবে। যদিও আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ কম, তবু পিএসএলে খেলার সুযোগ পেলে তারা দারুণ পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে।”

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচকে “ডু-অর-ডাই” হিসেবে বর্ণনা করেছেন বাসিত। তিনি বলেন, “বাংলাদেশের বোলাররা খারাপ নয়। তবে পাকিস্তানকে ৭০ শতাংশ এগিয়ে রাখছি। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেমন খেলেছে, সেভাবেই খেলে সুবিধা পেতে পারে। তবে পাকিস্তানের পক্ষে এটি পুরোপুরি আলাদা ম্যাচ হবে।”

পাকিস্তানের তারকা পেসার আফ্রিদিও বাংলাদেশ দলের শক্তিকে স্বীকার করেছেন। আফ্রিদি মন্তব্য করেছেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হয়। আমাদের সুযোগ দেওয়া যাবে না। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিনই বিভাগে ভালো খেলতে হবে।”

বাসিতের মতে, বাংলাদেশের এই দুই ওপেনারের পারফরম্যান্স যদি অব্যাহত থাকে, তারা শুধু জাতীয় দলের জন্যই নয়, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

বাংলাধারা/এসআর