এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:১০ দুপুর

ছবি: সংগৃহিত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। চার দশকেরও বেশি সময়ের এশিয়া কাপের যাত্রায় এই প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান-এবার সরাসরি শিরোপা লড়াইয়ে।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। লিগ পদ্ধতিতে আয়োজিত সেই প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর বহু আসরে দুই দলই ফাইনালে খেলেছে, তবে কখনোই মুখোমুখি হয়নি ট্রফির নির্ধারণী লড়াইয়ে। তাই এবারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং ইতিহাসে নতুন অধ্যায়।
ফাইনালের পরিসংখ্যান বলছে,পাকিস্তান পাঁচবার শিরোপা লড়াইয়ে খেলেছে, তবে ট্রফি জিততে পেরেছে মাত্র দু’বার, ২০০০ ও ২০১২ সালে। অন্যদিকে ভারতই এশিয়া কাপের সবচেয়ে সফল দল। রেকর্ড ১১ বার ফাইনালে উঠে আটবার ট্রফি হাতে নিয়েছে তারা।
২০২৫ সালের আসরে ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিতভাবেই জায়গা করে নিয়েছে ফাইনালে। তবে পাকিস্তানও পিছিয়ে নেই। ভারত ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে তারা জায়গা নিশ্চিত করেছে শিরোপা লড়াইয়ে।
সবকিছু মিলিয়ে রোববারের মহারণ শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, বরং এশিয়ার ক্রিকেট দাপটের লড়াই। কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষায়-দুবাইয়ে কে বসবে এশিয়ার সিংহাসনে? ভারত, নাকি পাকিস্তান?
বাংলাধারা/এসআর