ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আফগানিস্তান সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৩৯ দুপুর  

ছবি: সংগৃহিত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে না পারা লিটন দাস এবারও ছিটকে গেলেন দল থেকে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। ফলে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকাকে ছাড়াই আফগানদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন লিটন। শুরুতে টিম ম্যানেজমেন্ট চোটকে তেমন গুরুতর মনে করেনি। ভারত ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে খেলানোর চেষ্টা করা হলেও মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত না আসায় মাঠে নামতে পারেননি তিনি। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলতে হয়নি লিটনকে। শেষ পর্যন্ত সেই চোটই তার আফগানিস্তান সিরিজ মিসের কারণ হলো।

লিটনের অনুপস্থিতি মানেই দলে আসছে পরিবর্তন। টি-টোয়েন্টি দলে নতুন মুখ দেখা যেতে পারে, আর ওয়ানডে স্কোয়াডেও পরিবর্তনের আভাস মিলছে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখের জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওয়ানডে সিরিজে লিটন না খেললে তার বিকল্প হিসেবে দলে আসতে পারেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (২৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটের দল ঘোষণা করবে। ইতোমধ্যে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন, সেখান থেকে সরাসরি তারা যোগ দেবেন জাতীয় দলে। শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন তারা।

সূচি অনুযায়ী, ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে।

বাংলাধারা/এসআর