এশিয়া কাপ ফাইনাল
‘যে কম ভুল করবে, জয় তার’
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:১৬ দুপুর

ছবি: সংগৃহিত
দুবাইয়ের ফাইনাল ঘিরে এখন তীব্র উত্তেজনা। ভারতীয় শিবিরে প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে খেলোয়াড়দের চোট-ঝুঁকি। সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারানোর পর গতকাল হোটেল থেকে আর বের হননি কেউ। অনুশীলনের বদলে মূল চিন্তা- হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মার ফিটনেস। অভিষেক প্রায় সুস্থ হয়ে উঠলেও হার্দিককে নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
অন্যদিকে পাকিস্তানি শিবিরে আত্মবিশ্বাস টগবগ করছে। দলের অধিনায়ক সালমান আগা স্বদেশি সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালের জন্য তারা বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছেন, যা অনেককে চমকে দেবে। তাঁর ভাষায়, ‘হ্যাঁ, আগের ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি। তবে ফাইনালের জন্য অপেক্ষা করছে আলাদা কিছু।’
ভারতীয় অধিনায়ক সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নাকি নেই। সেই মন্তব্যের জবাবে এবার ঘুরিয়ে ফিরিয়ে প্রতিক্রিয়া দিলেন সালমান আগা। তিনি বলেন, ‘ফাইনালের মতো ম্যাচে চাপ থাকবে না—এমনটা বললে সেটা মিথ্যা হবে। উভয় দলেরই চাপ আছে। ভুল অবশ্যই হবে, কিন্তু যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুত।’
এবারের আসরে সালমান আগাকে এত দৃঢ়ভাবে বলতে শোনা যায়নি। তিনি আরও জানিয়েছেন, প্রথম ম্যাচে সূর্যকুমারের হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া তাঁকে বিস্মিত করেছে। ‘২০০৭ সাল থেকে ক্রিকেট খেলছি, কিন্তু কখনো এমন অভিজ্ঞতা হয়নি,’ মন্তব্য করেন তিনি। তবে সূর্যকুমারের অতিরিক্ত কথাবার্তা নিয়ে ভারতীয় মিডিয়ার সমালোচনায় তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে দুবাইয়ের মাঠে আরেকটি বড় প্রশ্ন, টসের ভূমিকা। এখন পর্যন্ত যে দল পরে ব্যাটিং করেছে তারাই জিতেছে। ফাইনালেও কি একই চিত্র দেখা যাবে? সালমান আগা অবশ্য সেটিকে বড় করে দেখছেন না। তাঁর ভাষায়, ‘টস আমার হাতে নেই, তাই সেটা নিয়ে ভেবে লাভ নেই।’
সব মিলিয়ে ফাইনালের আগে দুদলের অবস্থান স্পষ্ট। ভারত ব্যস্ত চোট সারাতে, পাকিস্তান প্রস্তুত বিশেষ পরিকল্পনা নিয়ে। শেষ পর্যন্ত জয় নির্ভর করবে এক কথায়-কে কম ভুল করে।
বাংলাধারা/এসআর