ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মাশরাফি না সাকিব, কাকে সেরা বললেন ওয়াসিম আকরাম?

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট মানেই পঞ্চপাণ্ডবদের গল্প। লম্বা সময় ধরে লাল-সবুজের হয়ে এই তারকারাই ছিলেন ভরসার নাম। তবে সময়ের নিয়মে সেই অধ্যায় এখন ইতিহাস। নতুন প্রজন্মের লিটন দাস, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা এখন দলের ভরসাস্থল।

সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সেখানে তিনি খোলাখুলি কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তার মতে, বড় টুর্নামেন্টে ভালো করতে হলে ক্রিকেটারদের সবার আগে নিজেদের ওপর আস্থা রাখতে হবে।

ওয়াসিম বলেন,"এখানে ক্রিকেট বোর্ডের খুব বেশি কিছু করার নেই। খেলোয়াড়দের নিজেদের বিশ্বাস গড়ে তুলতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এসব তো কোচ শিখিয়ে দিতে পারবেন না, নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয়। তবে একটা বড় ইতিবাচক দিক হলো—বাংলাদেশ এখন অসাধারণ ফিল্ডিং করছে।"

বাংলাদেশের অধিনায়কদের প্রসঙ্গেও খোলামেলা মত দেন এই কিংবদন্তি। মাশরাফি, সাকিব ও মুশফিকুর রহিম-এই তিনজনকে তিনি আলাদাভাবে মূল্যায়ন করেন। তবে সরাসরি প্রশ্নে, অধিনায়ক হিসেবে কার পারফরম্যান্স তাকে বেশি মুগ্ধ করেছে, জবাবে দ্বিধাহীন আকরাম বলেন, "অবশ্যই মাশরাফি। তার নেতৃত্ব আলাদা মাত্রা দিয়েছে বাংলাদেশকে। মুশফিকও আমার ভালো লেগেছে। সাকিব কিছুদিন অধিনায়কত্ব করেছে, আর এখন লিটন দাসকে সামনে থেকে দলকে এগিয়ে নিতে দেখা যাচ্ছে। গত এক বছরে লিটনের অধীনে বাংলাদেশ বেশ ভালো খেলছে।"

এছাড়া বিসিবি যদি আহ্বান জানায়, তবে স্বল্প মেয়াদে বাংলাদেশ ক্রিকেটে কাজ করতে আগ্রহী বলেও জানান ওয়াসিম আকরাম। তবে একটি বিষয় তাকে অবাক করেছে, লিটনের অনুপস্থিতিতে কেন তাসকিনকে অধিনায়ক করা হয়নি!

সব মিলিয়ে বাংলাদেশের প্রতি ওয়াসিম আকরামের আগ্রহ ও প্রত্যাশা এখনো স্পষ্ট। তার চোখে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে সেরা হলেও, সাকিব, মুশফিক ও লিটন দাসের অবদানও কম নয়।

বাংলাধারা/এসআর