ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে মঈন আলীসহ ৫০ তারকা ক্রীড়াবিদের চিঠি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৩২ দুপুর

ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসরায়েল নিষিদ্ধের দাবি ক্রমেই জোরদার হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞ দল ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পর এবার একযোগে সরব হয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের ৫০ জন প্রখ্যাত খেলোয়াড় যুক্ত হয়েছেন এই দাবিতে।
এই ৫০ তারকা ক্রীড়াবিদের যৌথ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে। তাদের একক দাবি, উয়েফার সব প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
চিঠিতে সই করা উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি বিশ্বকাপজয়ী তারকা পল পগবা, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, ব্রিটিশ ইতিহাসে প্রথম হিজাবধারী ঘোড়দৌড় প্রতিযোগী খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।
চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও, যেখানে অভিযোগ তোলা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল ‘জাতিগত নিধন’ চালাচ্ছে। তবে এসব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে তেলআবিব।
চিঠিতে বিশেষভাবে স্মরণ করা হয়েছে প্রয়াত ফিলিস্তিনি কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে, যিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন। গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। তাকে শ্রদ্ধা জানিয়ে খেলোয়াড়রা লিখেছেন- “জীবিত অবস্থায় খেলাধুলার মাধ্যমে তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছিলেন। মৃত্যুর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন কেন এখনই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের আহ্বান জানিয়েছিল। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফার সর্বশেষ দুই কংগ্রেসে একই দাবি তুলে ধরে।
বিশ্ব ক্রীড়াঙ্গনের এই সম্মিলিত অবস্থান তাই নতুন মাত্রা যোগ করেছে, ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবিতে।
বাংলাধারা/এসআর