নারী বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৫, ০৪:০৩ দুপুর

ছবি: সংগৃহিত
নারী ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
টসে জিতেছে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ফলে আগে ব্যাট করবে পাকিস্তান, বাংলাদেশকে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।
টাইগ্রেসদের জন্য এটি দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ অভিযান। প্রথম জয় পেতে আজ সবটুকু দিয়ে লড়বে নিগার সুলতানার দল। অধিনায়ক জ্যোতি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে খেলা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এবারও তেমনই হবে।
বাংলাদেশ একাদশে আছেন- ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিথা আক্তার।
অন্যদিকে পাকিস্তানের একাদশে রয়েছেন- মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।
কলম্বোর মাঠে দুই দলের লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। জয় কার হবে, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
বাংলাধারা/এসআর