ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৫, ০২:৩৬ দুপুর  

ছবি: সংগৃহিত

২০২৬ বিশ্বকাপের আফ্রিকান বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার সঙ্গে মুখোমুখি হওয়ার প্রস্তুতি শুরু করেছে আলজেরিয়া। এই আসন্ন ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন লুকা জিদান, ২৭ বছর বয়সী গোলরক্ষক এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে।

চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা বর্তমানে স্পেনের লা লিগা টু ক্লাব গ্রানাদার হয়ে খেলছেন। আলজেরিয়ার সঙ্গে তার যোগ্যতা মূলত জিদান পরিবারের আলজেরিয়ার কাবিলি শাখার সূত্রে। গত মাসে ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়ে আলজেরিয়া জাতীয় দলে খেলার অধিকার অর্জন করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা লুকার ক্যারিয়ার বাবার মতো উজ্জ্বল না হলেও তিনি ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত লা লিগার একটি শীর্ষ ক্লাবে ছিলেন। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল জার্সিতে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। রিয়াল ছাড়ার পর রায়ো ভায়েকানোতে খেললেও বর্তমানে লা লিগা টু-তেই তিনি নিয়োজিত।

১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুকার বাবা জিদান রিয়ালে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন এবং পরবর্তীতে দুই দফায় কোচ হিসেবে (২০১৬-১৮ ও ২০১৯-২১) সফলতা অর্জন করেছেন।

এবার আলজেরিয়া জাতীয় দলের গোলরক্ষক পজিশনে আরও বিকল্প খুঁজছে। স্কোয়াডের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালেক্সিস গুয়েন্দুজ। তার পাশাপাশি লুকা জিদান ও ওসামা বেনবট রয়েছেন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলার পথে আলজেরিয়া এখন খুব কাছে। 'জি' গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে দলটি। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তারা কেবল একটি জয় পেলেই হবে।

 

বাংলাধারা/এসআর