ভারতীয় বোলিং ঝড়ে তিন দিনেই ধস ক্যারিবীয়দের
প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৪:২৭ দুপুর

ছবি: সংগৃহিত
আহমেদাবাদ টেস্ট যেন এক সেশনের লড়াইয়েই গুটিয়ে গেল। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রার শুরুতে ভারত দেখাল একতরফা আধিপত্য। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৫.১ ওভার টিকেই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নেওয়া ভারত শেষ পর্যন্ত জিতল ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জাদেজা। তার ঘূর্ণি জালে ৪ উইকেট (৪-৫৪)। সিরাজও ছিলেন সমান ভয়ঙ্কর (৩-৩১)। সাথে কুলদীপের বাঁ-হাতি জাদু (২-২৩) মেরুদণ্ড ভেঙে দেয় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের।
ইনিংসের শুরুতেই সিরাজের শর্ট বলে বিপদে পড়েন তাগেনারিন চন্দরপল, যাকে দারুণ ক্যাচে বিদায় দেন নীতিশ রেড্ডি। এরপর জাদেজার স্পিনে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। অন্য প্রান্তে কুলদীপ যাদব ভিন্নধর্মী টার্নে ছিটকে দেন অধিনায়ক রোস্টন চেজের অফ-স্টাম্প।
ফিল্ডিংয়েও ভারত ছিল ঝকঝকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে যশস্বী জয়সওয়ালের ডাইভিং ক্যাচে বিদায় নেন শাই হোপ। লাঞ্চের আগেই ৬৬/৫ হয়ে যায় অতিথিদের অবস্থা।
লাঞ্চের পর আথানাজে ও গ্রিভস কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ওয়াশিংটন সুন্দর সেই প্রতিরোধ ভেঙে দেন। সিরাজের ইয়র্কারে ফেরেন গ্রিভস, আর দুই বলের ব্যবধানে জোমেল ওয়ারিকান ক্যাচ দিয়ে বসেন। শেষ কাজ সারেন জাদেজা ও কুলদীপ।
এর আগে ভারতের প্রথম ইনিংসেই তৈরি হয়েছিল ম্যাচের ভিত। ধ্রুব জুরেলের অসাধারণ সেঞ্চুরি (১২৫), জাদেজার অপরাজিত শতক (১০৪*) এবং কেএল রাহুলের শানদার ১০০ রানের উপর ভর করে ভারত ঘোষণা করে ৪৪৮/৫। শুভমান গিলও খেলেন কার্যকরী ৫০ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৪৮/৫ ডি. (ধ্রুব জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২-৯০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ ও ১৪৬ (আথানাজে ৩৮; জাদেজা ৪-৫৪, সিরাজ ৩-৩১, কুলদীপ ২-২১)
ফল : ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী
বাংলাধারা/এসআর