ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

নকআউটে আর্জেন্টিনা, ব্যর্থতায় বিদায় ব্রাজিলের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৫, ১২:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একই দিনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল দেখল দুই রকম বাস্তবতা। গ্রুপের সব ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, অন্যদিকে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

রোববার ভোরে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৭৪ মিনিটে, দলের ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতোর পা থেকে। এই একমাত্র গোলই আলবিসেলেস্তেদের শেষ ষোলো নিশ্চিত করে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই। নকআউটে যেতে হলে শক্তিশালী স্পেনকে হারানো ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সেলেসাওরা। ম্যাচের ৪৭ মিনিটে স্পেনের তরুণ ফরোয়ার্ড ইকার ব্রাভো গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্প্যানিশরা।

তবে জিতলেও স্পেনের ভাগ্য এখনও ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। ‘সি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে মরক্কো ও ৫ পয়েন্ট নিয়ে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করেছে। স্পেন এখন অপেক্ষায় সেরা চার তৃতীয় স্থানধারীর তালিকায় জায়গা পাওয়ার জন্য।

ব্রাজিলের জন্য এ হারের অর্থ হলো ভয়াবহ হতাশা-তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে তাদের বিদায় ঘণ্টা বাজল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যেখানে ব্যর্থতার আঁধারে ডুবল, সেখানে আর্জেন্টিনা নিজের শক্তি প্রমাণ করে এগিয়ে গেল নকআউটে, রেখে গেল যুবা বিশ্বকাপে সাফল্যের দৃঢ় বার্তা।

বাংলাধারা/এসআর