ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বিসিবি নির্বাচনের ফল আজ সন্ধ্যায় ঘোষণা

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৫, ০৪:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

অনেকদিন ধরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন আজ (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্রীড়াপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো-‘ফল কখন ঘোষণা করা হবে?’

এবারের নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮টি ক্লাব আগেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন ১২ পরিচালক। সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলরের মাধ্যমে। ইতোমধ্যেই ই-ব্যালটের মাধ্যমে ৫৮ জন কাউন্সিলর ভোট দিয়েছেন।

ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার পর তিনি সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “আগে কখনো নির্বাচন করিনি, নির্বাচনে অংশগ্রহণও করিনি। সবকিছুই নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি এবং অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি, দেখা যাক।”

সদস্য ও ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ সৃষ্টি করেছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, “ফিরতে পেরে ভালো লাগছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং সুষ্ঠু ভোট হবে বলে আশা করছি। আমি আমার জয় নিয়ে আশাবাদী।”

নির্বাচনের ফলাফলের বিষয়ে বিসিবি সূত্র জানিয়েছে, আজই তা ঘোষণা করা হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় ভোটের ফল প্রকাশিত হবে। এরপর সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় এ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

ক্রিকেটপ্রেমীরা তাই এখন অপেক্ষায় রয়েছেন- দেখতে, কে হবে নতুন বিসিবি সভাপতি ও পরিচালনা পরিষদের সদস্যরা।

বাংলাধারা/এসআর