ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:৪৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে যাওয়ার পর দল সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনসহায়ক মিরপুরের উইকেটকে কাজে লাগাতে ক্যারিবীয়রা স্কোয়াডে এনেছে পরিবর্তন।

দল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন রোববার (২১ অক্টোবর) রাতে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। ৩২ বছর বয়সী এই স্পিনার যোগ দিলে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হবে। পাশাপাশি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রেমন সিমন্ডস, যিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন।

প্রথম ম্যাচেই স্পিনাররা হয়ে ওঠেন মূল অস্ত্র। মিরপুরের ধীর ও টার্নিং উইকেটে বাংলাদেশ নাসুম আহমেদকে দলে যুক্ত করে সাফল্য পায়। ওয়েস্ট ইন্ডিজও তিন স্পিনার, গুডাকেশ মুটি, খারি পিয়েরে ও রস্টন চেজ-নিয়েই মাঠে নামে। খারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন, রস্টন চেজ নেন ২ উইকেট। তবে দিনের আসল নায়ক ছিলেন বাংলাদেশের স্পিনাররা। রিশাদ হোসেন ও তানভির ইসলাম মিলে নেন ৮ উইকেট, যা স্বাগতিকদের নিশ্চিত করে জয়সূচক শুরু।

নতুন অন্তর্ভুক্তির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই পেসার-জেদিয়াহ ব্লেডস ও শামার জোসেফ। তারা ফিরছেন ক্যারিবিয়ান দ্বীপে।

বাংলাধারা/এসআর